মানুষ নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন: BJP রাজ্য সভাপতি

"দেশের মানুষ কেবল নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে ভোট দেবেন। কংগ্রেসের নীতি যাই হোক না কেন, তার কোনও প্রভাব পড়বে না", এমনটাই মনে করছেন নাগাল্যান্ডের বিজেপি সভাপতি তেমোজেন ইমনা অলং।

author-image
Pritam Santra
New Update
bjp

নিজস্ব সংবাদদাতাঃ "দেশের মানুষ কেবল নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসেবে ভোট দেবেন। কংগ্রেসের নীতি যাই হোক না কেন, তার কোনও প্রভাব পড়বে না", এমনটাই মনে করছেন নাগাল্যান্ডের বিজেপি সভাপতি তেমোজেন ইমনা অলং।" সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, "কংগ্রেস যদি মনে করে যে কর্ণাটকে তাদের জয়ের কারণে তারা আবার জিততে সক্ষম হবে, সেটা তাহলে ভুল ভাবনা।"