নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী মোদীর ‘কংগ্রেসকে বিশ্বাস করা যায় না, তারা কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কাকে দিয়ে দিয়েছে’ টুইট সম্পর্কে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “কংগ্রেস সর্বদা বিভাজন ও শাসন এবং এই দেশকে ভাঙার রাজনীতিতে বিশ্বাস করে। আরটিআই মারফত যে ধরনের প্রমাণ সামনে এসেছে তা হল ১৯৭৪ সালে প্রথম পরিবার কংগ্রেস, সে নেহরুজি হোন বা ইন্দিরাজি – তাঁরা কাচাথিভু দ্বীপকে থালায় তুলে দেওয়ার ব্যাপারে উৎসাহী ছিলেন। তবে আইনগত ও ঐতিহাসিক প্রমাণ আমাদের পক্ষে ছিল। আর এসবই নথিভুক্ত করা হয়েছে। এ থেকে বোঝা যায়, কংগ্রেস পার্টি বরাবরই ভারতকে শত টুকরো করার কথা ভেবে এসেছে।”