নিজস্ব সংবাদদাতাঃ এলওপি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গুজরাটে করা বিবৃতি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, “নির্বাচনে ৯৯টি আসনে সাফল্যের পর সামনে আসছে রাহুল গান্ধীর 'হিন্দু বিরোধ' ও 'হিন্দু নফরাত'। তিনি গুজরাটে বলেছেন, অযোধ্যায় লালকৃষ্ণ আদবানি যে আন্দোলন শুরু করেছিলেন, তা ভারতের জোটের কাছে পরাজিত হয়েছে। তিনি ফৈজাবাদ (অযোধ্যা) জিততে পেরেছেন, কিন্তু হিন্দুদের প্রতি তাঁর ঘৃণা প্রকাশ্যে আসছে। তিনি নিজেকে প্রভু রামের উপরে বিবেচনা করছেন।”
তিনি আরও বলেছেন, “কংগ্রেসের 'হিন্দু বিরোধি' বক্তব্যের দীর্ঘ ইতিহাস রয়েছে। তারা বলে- হিন্দু সন্ত্রাস, গেরুয়া সন্ত্রাস। কোটি কোটি হিন্দু ৫০০ বছর ধরে রাম মন্দিরের জন্য সংগ্রাম করেছে। তাঁরা হলেন 'রাম বিরোধি'। তাদের আসল চেহারা বেরিয়ে আসছে।”