বাংলায় রাষ্ট্রপতি শাসন! 'TMC কার জন্য প্রতিবাদ করছে?' বড় দাবি BJP নেতার

তৃণমূলকে কটাক্ষ করলেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা পশ্চিমবঙ্গের 'নৈরাজ্য' নিয়ে প্রশ্ন তুলে টিএমসির প্রতিবাদের বিরুদ্ধে মুখ খুললেন। 

Called me Mujahideen': Kejriwal party leader booked on BJP spokesperson's  complaint - India Today

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা এই নিয়ে বলেন, 'তৃণমূল কার জন্য প্রতিবাদ করছে? তারা সন্ত্রাস সৃষ্টি করে মানুষের পাশে দাঁড়িয়েছে। ইডির দলকে আক্রমণ করেছে। এনআইএ টিমের ওপর হামলা হয়। তৃণমূল মানে সন্ত্রাস, মাফিয়া এবং দুর্নীতি। সেখানে মানুষ নিরাপদ নয়, কিন্তু শাহজাহান শেখ আছেন। কংগ্রেসের এ আর চৌধুরী এখন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন'।

 

Add 1