প্রিয়াঙ্কা গান্ধীকে সরিয়ে কি শাস্তি দিল কংগ্রেস? প্রশ্ন উস্কে দিলেন BJP নেতা

প্রিয়াঙ্কা গান্ধীকে সরিয়ে কি শাস্তি দিল কংগ্রেস? এবার কংগ্রেসকে কটাক্ষ করে এই বিশেষ প্রশ্ন উস্কে দিলেন বিজেপির মুখপাত্র কেদার গুপ্ত।

author-image
Anusmita Bhattacharya
New Update
priyankagandhi

নিজস্ব সংবাদদাতা: আজই কুমারী সেলজা এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ছত্রিশগড় এবং উত্তরপ্রদেশের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বদলে সেই দায়িত্বে এসেছেন শচীন পাইলট এবং অবিনাশ পান্ডে। শচীন পাইলট ছত্রিশগড়ের সাধারণ সম্পাদক ইনচার্জ এবং অবিনাশ উত্তর প্রদেশের সাধারণ সম্পাদক ইনচার্জ পদে এসেছেন। এবার এই দিকে কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির মুখপাত্র কেদার গুপ্ত। তিনি বলেন, 'শাস্তির এক অন্য রূপ হিসেবে নেতৃত্ব পাল্টে দেওয়া কংগ্রেসের ডিএনএ-তে আছে'।