দেশের ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে, নববর্ষের দিন বড় বার্তা নাড্ডার

লোকসভা ভোট শুরু হতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগেই বিশেষ বক্তব্য পেশ করেছেন জেপি নাড্ডা।

author-image
Probha Rani Das
New Update
jpnaddasd2.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, “৬০ হাজার নতুন গ্রামকে পাকা রাস্তা এবং অন্যান্য রাস্তা দিয়ে যুক্ত করার কাজ করা হয়েছে। আমরা কখনও কল্পনাও করিনি যে গ্রামের ক্ষমতায়ন হবে বা অপটিক্যাল ফাইবার গ্রামে পৌঁছে যাবে।

jpnaddasd3.jpg

তিনি আরও বলেছেন, “কিন্তু আজ আমি খুশি যে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ১.২ লক্ষ পঞ্চায়েতকে অপ্টিক্যাল ফাইবারের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং সেগুলিকে ইন্টারনেট পরিষেবার সঙ্গে যুক্ত করা হয়েছে। ভারতের ২৫ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার ওপরে উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, ভারতে চরম দারিদ্র্য এখন ১ শতাংশেরও নিচে নেমে এসেছে।

jpnaddasd1.jpg

 

Add 1