নিজস্ব সংবাদদাতাঃ জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে বিজেপির রাজ্যসভার সাংসদ ঘনশ্যাম তিওয়ারি বলেছেন, "২৫ জুন রাত ১২টায় ইন্দিরা গান্ধী দেশকে জেলের সেলে রূপান্তরিত করে গণতন্ত্রকে ধ্বংস করেন। তিনি সংবাদ প্রকাশ বন্ধ করে দিয়েছিলেন। এলাহাবাদ হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর অর্ডিন্যান্সের সাহায্যে প্রধানমন্ত্রী হন তিনি। সংবিধান সংশোধনের পর লোকসভার মেয়াদ এক বছর বাড়িয়েছেন তিনি। বড় বড় সব নেতাকে জেলে ঢোকানো হয়েছে। কংগ্রেস পার্টি এবং তার সমর্থকরা সংবিধানকে নিজেদের উপরে রেখে সেই পাপ থেকে মুক্ত হতে চায়। কিন্তু এই দাগ কখনই পরিষ্কার হবে না। তারা কখনই এই পাপ থেকে মুক্ত হতে পারে না।"