সংসদ থেকে সোজা র‍্যাম্পে পা মেলালেন বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন সেই ভিডিও

দেখুন সেই ভিডিও।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
া

নিজস্ব সংবাদদাতা, দিল্লি: সংসদ থেকে সোজা ফ্যাশনের দুনিয়ায়। র‍্যাম্পে হেঁটে বেড়ালেন রাজ্য BJP-র সভাপতি সুকান্ত মজুমদার। সূত্র মারফত জানা গিয়েছে যে, দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসব উপলক্ষে ফ্যাশন শোয়ে অংশ নিয়েছেন সুকান্ত মজুমদার। তবে তিনি একা নন, তাকে সঙ্গ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

উত্তর-পূর্ব ভারতের বস্ত্রশিল্প, শিল্পীদের দক্ষতা এবং আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতেই দুই কেন্দ্রীয় মন্ত্রী ব়্যাম্পে হাঁটেন। পুরোদস্তুর পেশাদার মডেলদের মতোই ছিল তাদের ব়্যাম্পওয়াক। গুরুগম্ভীর রাজনীতিক না পেশাদার মডেল, ফারাক বোঝার উপায় ছিল না।