নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote 2023) ঘিরে রক্ত গঙ্গা বয়ে গেল রাজ্যজুড়ে। মুহুর্মুহু হিংসার সাক্ষী থেকেছে গোটা বাংলা। এখনও অবধি মৃত্যু হয়েছে ৩২ জনের। এবার এই ঘটনায় দিল্লি থেকে ফোন এল বঙ্গ বিজেপি নেতাদের কাছে। জানা গিয়েছে, আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) পঞ্চায়েত নির্বাচনের সহিংসতা নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা মঙ্গল পাণ্ডের সাথে কথা বলেছেন।