বিজেপি সংখ্যাগরিষ্ঠতা ছাড়ায় শাসন চালাচ্ছে, হাতেনাতে ধরলেন অভিষেক

'এটা বেআইনি, অনৈতিক, অসাংবিধানিক এবং দেশের মানুষ তাদের দরজা দেখিয়ে দিয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi abhishek.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "নিয়ম বলে যে হাউসের কোনও সদস্য যদি বিভাজন চান তবে এই ক্ষেত্রে প্রো-টেম স্পিকারকে বিভাগ করার অনুমতি দিতে হবে৷ আপনি লোকসভার ফুটেজ থেকে স্পষ্ট দেখতে এবং শুনতে পেলেন যে বেশ কয়েকজন সদস্য বিরোধী শিবির একটি বিভাজন চেয়েছিল এবং ভোটের প্রস্তাব দিয়েছিল। কিন্তু বিরোধীদের কথার কোনও তোয়াক্কা না করে, ভোটের প্রস্তাব না রেখেই গৃহীত হয়েছিল এটি। এর থেকেই স্পষ্ট প্রমাণ মিলছে যে, ক্ষমতাসীন দল, বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই; সংখ্যা ছাড়াই সরকার চালাচ্ছে তারা। এটা বেআইনি, অনৈতিক, অসাংবিধানিক এবং দেশের মানুষ তাদের দরজা দেখিয়ে দিয়েছে। পুনরায় আমজনতা তাঁদেরকে তাঁদের দরজা দেখাবে, এখন সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র।

adsads

Adddd