নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতীর চিঠি প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, "এটি সিদ্দারামাইয়ার পদত্যাগপত্রের চিঠি হওয়া উচিত ছিল। পদত্যাগপত্র লেখার পরিবর্তে তারা একটি মুক্তির চিঠি লিখেছেন। মুক্তির চিঠি আপনাকে তদন্ত থেকে বাঁচাতে পারবে না। এটা প্রমাণিত হয়েছে যে আপনি দুর্নীতি করেছেন। দুর্নীতি না হলে ফেরত দিচ্ছেন কেন? তাও আবার হাইকোর্ট, স্পেশাল কোর্টের নির্দেশে এফআইআর দায়ের হওয়ার পর ইডির মামলা শুরু হয়। পদত্যাগপত্রের সময় হয়ে গেছে, এই চিঠি দিয়ে কোনো লাভ হবে না। এটা অপরাধের স্বীকারোক্তি। কর্ণাটকে এত কেলেঙ্কারির পরেও কংগ্রেস কিছুই করছে না। রাহুল গান্ধীকে জবাব দিতে হবে কী ব্যবস্থা নেওয়া হবে। সিদ্দারামাইয়ার মুখ্যমন্ত্রী পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই।"