‘শহীদদের বলিদান বিফলে যাবে না’, হুঙ্কার বিজেপি নেতার

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে এক সেনা কর্নেল-সহ তিন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

author-image
SWETA MITRA
New Update
aqq.jpg

 

 

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা ও জঙ্গিদের মধ্যে চলমান এনকাউন্টারে প্রাণ হারিয়েছেন দুই সেনা জওয়ান ও পুলিশের এক উচ্চ পদস্থ কর্তা। এই ঘটনাকে ঘিরে দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। এদিকে এই নিয়ে একপ্রকার সতর্ক করলেন বিজেপির জাতীয় মুখপাত্র শাহনওয়াজ হুসেন। তিনি বলেছেন, 'আমাদের জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না। উপযুক্ত জবাব দেওয়া হবে। এই ঘটনার সঙ্গে জড়িত জঙ্গিদের কঠোর শাস্তি দেওয়া হবে। শহীদ কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনক এবং ডিএসপি হুমায়ুন ভাটের পরিবারের সঙ্গে রয়েছে গোটা দেশ। যে জঙ্গিরা এই তিনজনের প্রাণ নিয়েছে আমরা তাদের ক্ষমা করবো না।‘