‘কেজরিওয়ালের গ্রেপ্তারি, ইডি হেফাজত…সব বেআইনি’, ফাঁস হয়ে গেল

ইডি হেফাজতে রয়েছেন অরবন্দ কেজরিওয়াল। সেই নিয়ে মন্তব্য করলেন বিজেপি নেতা সম্বিত পাত্র।

author-image
Probha Rani Das
New Update
aqascvb.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “অরবিন্দ কেজরিওয়াল দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন যে তাঁর গ্রেপ্তারি বেআইনি। এমনকি ২৮ মার্চ পর্যন্ত ইডিকে যে হেফাজতে দেওয়া হয়েছে, তাও বেআইনি এবং অবিলম্বে তাঁকে স্বস্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

aasxv.jpg

দিল্লি হাইকোর্ট তাৎক্ষণিক শুনানি প্রত্যাখ্যান করেছে এবং কোনও আদেশের উপর স্থগিতাদেশ দেয়নিসমস্ত নথি ও প্রমাণ খতিয়ে দেখে আদালত মনে করে, যা ঘটেছে তা একেবারেই আইন মেনেই হয়েছে। দু'দিন আগে মধ্যরাতে এই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অরবিন্দ কেজরিওয়ালকেও সুপ্রিম কোর্ট থেকে তাঁর আবেদন প্রত্যাহার করতে হয়েছে।” 

Add 1

cityaddnew

স

স