নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধর্ষণের ঘটনা নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন বলেছেন, "কলকাতায় একজন স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকের নৃশংসধর্ষণ ও হত্যা গোটা জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে।
গতকাল স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী তাঁর বেদনা প্রকাশ করে বলেন, এটি একটি পৈশাচিক কাজ এবং রাজ্য সরকারগুলিকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মডেল এক মোবোক্রেসি ও নৈরাজ্যের রূপ নিয়েছে।
ভারত যখন স্বাধীনতার ৭৮তম বর্ষপূর্তিতে উজ্জ্বলভাবে এগিয়ে চলেছে, তখন পশ্চিমবঙ্গ এক বিপজ্জনক অন্ধকারে আচ্ছন্ন। এর কারণ রাজ্যে প্রশাসনিক ও নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়া। তাই আমরা এখানে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করেননি।”
#WATCH | RG Kar Medical College and Hospital rape case | BJP national spokesperson CR Kesavan says, "The brutal, heinous rape and murder of a postgraduate trainee doctor in Kolkata has shaken and shocked the conscience of the entire nation. The prime minister yesterday in his… pic.twitter.com/mOygzRD1FN