নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশায় পুরীতে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে যোগ দেওয়ার আগে দলের পতাকা উত্তোলন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
/anm-bengali/media/media_files/DGQe3DBYe6TBDicT2KJ8.jpg)
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, “কংগ্রেস পরজীবীতে পরিণত হয়েছে, অন্যের শক্তি খেয়ে নিজের খোরাক জোগাচ্ছে। কংগ্রেস ক্রাচে ভর দিয়ে হাঁটে না।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)