নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থান সফরে গিয়ে আজ শনিবার গর্জে উঠলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সাওয়াই মাধোপুরে আজ তিনি বলেন "গতকাল প্রতাপগড়ে ঘটে যাওয়া ঘটনার কথা শুনেছি। মানবতাকে কিভাবে লজ্জায় ফেলা হয়েছে। রাজস্থানে প্রতিদিন মহিলাদের অপমান করা হচ্ছে এবং অশোক গেহলটের সরকার নীরব দর্শক হিসাবে রয়ে গেছে। আলওয়ারের ঘটনা হোক, ভিলওয়াড়ার ঘটনা হোক, বারমের হোক, চুরু- জঘন্য অপরাধ, নাবালিকা ধর্ষণের ঘটনা সর্বত্রই ঘটছে। মহিলাদের দিনের পর দিন ধর্ষণ করা হয়, চুল্লিতে আটকে রাখা হয়, তাদের উপর অ্যাসিড ঢেলে একটি কূপে ফেলে দেওয়া হয়। ন্যাশনাল ক্রাইম রিপোর্টে বলা হয়েছে, মহিলাদের হয়রানির ক্ষেত্রে রাজস্থান এক নম্বরে। রাজস্থানে প্রতিদিন গড়ে ১৯ টি এরকম খবর পাওয়া যাচ্ছে। প্রায় ২২ শতাংশ ধর্ষণের ঘটনা ঘটছে শুধু রাজস্থানে। এই ধরনের সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।“