নিজস্ব সংবাদদাতাঃ বিহারের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক মহলে চলছে শোরগোল। আজই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং দুই বিজেপি নেতা বিহারের উপমুখ্যমন্ত্রী পদে যোগদানের শপথ গ্রহণ করবেন। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাটনার রাজভবনে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ব্লকে যোগ দিয়েছেন নীতিশ কুমার।