আপ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কটাক্ষ বিজেপি সাংসদের

দেশে নানা রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকে। স্বাভাবিকভাবেই ক্ষমতার লড়াইতে কোনও দলই কাউকে ছেড়ে কথা বলেতে নারাজ। তারই ব্যতিক্রম হয়নি দিল্লির শাসক দল আপ এবং কেন্দ্রের শাসক দল বিজেপির মধ্যেও।

author-image
Adrita
New Update
aap bjp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ফের প্রশ্নের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ (AAP) নেতা অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। রাজ্য সভাতে তার বিরুদ্ধে এবার সরব হয়েছেন বিজেপির (BJP) সাংসদ ডা. সুধাংশু ত্রিবেদি (Sudhanshu Trivedi)। তিনি মূলত দিল্লির সার্ভিস বিল সম্পর্কে রাজ্য সভাতে (Rajya Sabha) নিজের বক্তব্য রাখতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন ২০১৩ সালে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে শীলা দিক্ষিত (CM Sheila Dikshit) থাকাকালীন অরবিন্দ কেজরিওয়াল এক টুইটে তৎকালীন মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে বলেছিলেন যে, তার বাসভবনে ১০টি শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র (Air conditioners) ছিল এমনকি শৌচাগারেও। তিনি মূলত বিদ্যুতের বিল (Electricity Bill) মেটানোকে কটাক্ষ করেছিলেন। এবার কেজরিওয়ালের সেই টুইটের পাল্টা জবাবে বিজেপি সাংসদ জানিয়েছেন যে এখন অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে রয়েছে ১৫টি শৌচাগার এবং সেই সবের খরচা প্রায় এক কোটি। এই আবহে প্রশ্ন তুলেছেন বিজেপির সাংসাদ।