নিজস্ব সংবাদদাতা: হিন্দু ধর্ম ঠগ, এমন মন্তব্য করে আলোচনায় উঠে এলেন সমাজবাদী পার্টির নেতা স্বামী প্রসাদ মৌর্য। এবার তাকে পাল্টে আক্রমণ করলেন বিজেপি সাংসদ সুশীল কুমার মোদি। তিনি বলেন, 'ইন্ডিয়া জোটের মানুষ যেমন স্বামী প্রসাদ মৌর্য, উদয়ানিধি স্ট্যালিন তারা শুধু সনাতন ধর্ম এবং হিন্দু ধর্মকে অপমান করতে পারেন। স্বামী প্রসাদ রামচরিতমানস নিয়ে বহু কিছু বলেছেন। তারা মনে করেন হিন্দু ধর্মকে গালাগালি দিয়ে তারা পিছিয়ে পড়া সম্প্রদায়গুলোর ভোট পেয়ে যাবেন। কিন্তু তারা ভুলে যান যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি ভগবান রাম এবং কৃষ্ণকে পুজো করে। এই ধরনের মন্তব্যের পর আসন্ন ভোটে তাদের বিপদের মুখে পড়তে হবে'।