নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ সুশীল কুমার মোদী এবার আক্রমণ করলেন নীতিশ কুমারকে। তিনি দাবি করেন, 'নীতিশ কুমার ব্ল্যাকমেল করে আহ্বায়ক হবেন। তিনি আশা করেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী পদের প্রার্থী হবেন। এই ভেবেই তিনি এনডিএ জোট থেকে বেরিয়েছিলেন যে ইন্ডিয়া জোট তাঁকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী করবে। কিন্তু তিনি ধাক্কা পেয়েছেন। এক সমন্বয়কারীর কাজ হল ফোনে তথ্য দেওয়া এবং বৈঠক আহ্বান করা। কে নীতিশ কুমারকে প্রশ্ন করবে? তিনি ৪৪ জন বিধায়কের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ২১৫ জন বিধায়ক আছেন। তিনি সিপিএম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বাংলায় সমঝোতা করতে পারেন'।