নিজস্ব সংবাদদাতাঃ ১০০ দিনের কাজে জড়িত কর্মীদের বোঝাই একটি বাস আজ রবিবার ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। আর এই বাসটি ছিল তৃণমূলের। এদিকে এই বিষয়ে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘কোডারমায় একটি ভলভো বাস দুর্ঘটনার কবলে পড়ে এবং আমাদের অনেক সহনাগরিক আহত হন। তৃণমূল নেতারা যেভাবে বিমানের বিলাসিতা উপভোগ করছেন এবং এই নিরপরাধ মানুষকে জীবনের ঝুঁকির দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছেন, তা নিন্দনীয়। যে কোনও সহায়তার জন্য দয়া করে বিনা দ্বিধায় আমার সাথে যোগাযোগ করুন।‘