নিজস্ব সংবাদদাতা: রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন শেষেও অশান্তি যেন রয়েই গিয়েছে। সেই অশান্তি নিয়েই এবার মুখ খুললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এদিন তিনি বলেন, “বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। পুলিশ প্রশাসন ফোন পর্যন্ত ধরেনি। এখানে ভোট হয়নি, লুটপাট হয়েছে। যে প্রার্থী লোকসভা নির্বাচনে এখানে হেরেছিল, তাঁকেই আবার উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে। টিএমসি জানে না তারা ঠিক কি ভুলটা করেছে। আর এর ফলই বা কি হতে পারে! অতএব এখানে যা যা ঘটেছে উপনির্বাচনকে কেন্দ্র করে, তা সে পুলিশের নেতৃত্বে হোক কিংবা নির্বাচন কমিশনের নেতৃত্বে, সেটা নিয়ে ভাবার কিছু নেই। কারণ ওটাই স্বাভাবিক”।