'বাংলাদেশের ঘটনা ভারতে ঘটবে', কংগ্রেস নেতার মন্তব্যে শোরগোল দেশে-রাহুল গাঁধীর বিদেশে যাওয়ার উদ্দেশ্য কী? বড় তথ্য ফাঁস বিজপি নেতার

কংগ্রেস নেতা সলমন খুরশিদের 'বাংলাদেশে যা ঘটছে, তা এখানেও ঘটতে পারে', এই মন্তব্য প্রসঙ্গে বিস্ফোরক বক্তব্য দিলেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র।

author-image
Aniruddha Chakraborty
New Update
sambit patra (1).jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস নেতা সলমন খুরশিদের 'বাংলাদেশে যা ঘটছে, তা এখানেও ঘটতে পারে', এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, "বই প্রকাশের সময় তিনি একথা বলেন। কংগ্রেসের পক্ষ থেকে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'ভারতে বিক্ষোভ ও অগ্নিসংযোগ ছড়িয়ে পড়তে পারে, বাংলাদেশে যা ঘটেছে তা ভারতেও ঘটতে পারে। শশী থারুর সহ আরও অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা এক অর্থে সেই বক্তব্যকে সমর্থন করেছিলেন।' রাহুল গাঁধী যখনই বিদেশে যেতেন, গোপনে অনেকের সঙ্গে দেখা করতেন, ভারতের বিরুদ্ধে কথা বলতেন, এখন আমরা জানতে পারছি তাঁর উদ্দেশ্য কী ছিল।" 

লন্ম

salman khurshidq1.jpg

rahulsad jk.jpg