রায়বরেলি থেকে কংগ্রেস আর কোনওদিন জয়ী হতে পারবেন না! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

বিজেপি রাজ্যসভার সাংসদ দীনেশ শর্মা বলেছেন, রাহুল গান্ধী ভালো করেই জানেন একবার রায়বরেলি থেকে আসন ছাড়লে কংগ্রেসের কোনও নেতা বা নেত্রী সেখান থেকে জয় পাবেন না।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
11111111111111111bjp mp.JPG


নিজস্ব সংবাদদাতা: কংগ্রেস নেতা রাহুল গান্ধী রায়বরেলি লোকসভা আসন ধরে রেখেছেন এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ওয়ানাদ থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রসঙ্গে বিজেপি রাজ্যসভার সাংসদ দীনেশ শর্মা বলেছেন, "তিনি (রাহুল গান্ধী) জানেন যে  যদি রায়বেরেলি থেকে পদত্যাগ করেন তবে  আর জয়ী হতে পারবেন না। কংগ্রেসের কোনও প্রার্থী সেখান থেকে জয়ী হতে পারবেন না। তাই আপনি (রাহুল গান্ধী) উত্তরপ্রদেশকে ভয় পান। প্রিয়াঙ্কা গান্ধী বলতেন 'আমি একজন মেয়ে, আমি লড়াই করতে পারি' লড়তে পারেন তাহলে তিনি উত্তরপ্রদেশ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।"
 

vbnmvn10.jpg

 

 

 tamacha4.jpeg