‘পরিবারবাদ’ তত্ত্বে কীভাবে ভাগ হচ্ছে হিন্দুরা, হিসেব দিলেন সাংসদ!

'ইন্ডি জোটের জন্য কোনও হিন্দু নেই'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sudhangshu trivedii.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের "পরিবারবাদ" মন্তব্য ঘিরে ধুন্ধুমার পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। একে একে প্রত্যেকে এর প্রতিবাদ জানাচ্ছেন সশ্যাল মিডিয়ায়। এদিন এই সংক্রান্ত বিষয়ে বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী বলেন, “ইন্ডি জোটের জন্য কোনও হিন্দু নেই। তাদের জন্য, হিন্দুরা পিছিয়ে পড়া, দলিত, 'সাবর্ণ', উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয়, কন্নড়, তামিল, তেলেগু, মারাঠি, পাঞ্জাবি, বাংলা, এমনকি হিন্দিভাষী, কিন্তু হিন্দু নয়। কারণ তারা ভারতকে টুকরো টুকরো দেখতে চায়। একটি পরিবার রাজনীতিতে আসার জন্য দেশকে ভাগ করেছিল এবং আজ যারা ভারতকে ভাগ করতে চায় তাদের পাশে তারা দাঁড়িয়েছে। যাতে তারা দেশের অন্তত একটি বিভাগ শাসন করতে পারে তাই তাঁদের এই ধরনের মন্তব্য। যার তীব্র প্রতিবাদ করে দল”।

 

Add 1

স্ব

স