নিজস্ব সংবাদদাতাঃ ভারত সরকারের তরফে আয়োজিত জি ২০ সম্মেলন (G 20 Summit) নিয়ে মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। জি-২০ সদস্যদের নয়াদিল্লির ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি নিঃসন্দেহে ভারতের কূটনৈতিক বিজয়। এদিকে এই নিয়ে এবার পাল্টা দিল বিজেপি (BJP)-ও। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, 'এটা ভালো। শশী থারুর একজন প্রাক্তন কূটনীতিক। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত যেভাবে সম্মানজনক অবস্থান অর্জন করেছে, জি-২০ নয়াদিল্লি নেতাদের ঘোষণাপত্রে যেভাবে ঐকমত্য পেয়েছে, যেভাবে আফ্রিকান ইউনিয়ন জি-২০-তে আসন পেয়েছে তা ভারতের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক বিজয়। প্রধানমন্ত্রী একটি ঐতিহাসিক কাজ করেছেন। শশী থারুর যদি এর মধ্যে ভালো কিছু দেখতে পান তবে তা ভালো। আমি আশা করি বিদেশ সফররত সহ কংগ্রেসের বাকি নেতারা এতে ভাল কিছু দেখবেন।‘
মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ থারুর, পাল্টা দিল বিজেপিও
কংগ্রেস নেতা শশী থারুর রবিবার দিল্লি ঘোষণার বিষয়ে ঐকমত্য গড়ে তোলার জন্য ভারতের জি-২০ শেরপা অমিতাভ কান্তের প্রশংসা করেছেন।
Follow Us
নিজস্ব সংবাদদাতাঃ ভারত সরকারের তরফে আয়োজিত জি ২০ সম্মেলন (G 20 Summit) নিয়ে মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। জি-২০ সদস্যদের নয়াদিল্লির ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি নিঃসন্দেহে ভারতের কূটনৈতিক বিজয়। এদিকে এই নিয়ে এবার পাল্টা দিল বিজেপি (BJP)-ও। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, 'এটা ভালো। শশী থারুর একজন প্রাক্তন কূটনীতিক। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত যেভাবে সম্মানজনক অবস্থান অর্জন করেছে, জি-২০ নয়াদিল্লি নেতাদের ঘোষণাপত্রে যেভাবে ঐকমত্য পেয়েছে, যেভাবে আফ্রিকান ইউনিয়ন জি-২০-তে আসন পেয়েছে তা ভারতের জন্য একটি উল্লেখযোগ্য কূটনৈতিক বিজয়। প্রধানমন্ত্রী একটি ঐতিহাসিক কাজ করেছেন। শশী থারুর যদি এর মধ্যে ভালো কিছু দেখতে পান তবে তা ভালো। আমি আশা করি বিদেশ সফররত সহ কংগ্রেসের বাকি নেতারা এতে ভাল কিছু দেখবেন।‘