নিজস্ব সংবাদদাতাঃ সোমবার বিজেপি সাংসদ রমেশ বিধুড়ি বলেন, "প্রথমে তারা (কংগ্রেস) আদিবাসী সম্প্রদায় থেকে আসা ভারতের রাষ্ট্রপতিকে অপমান করেছে। এখন, তারা উপরাষ্ট্রপতিকে অপমান করছে, যিনি ওবিসি সম্প্রদায় থেকে আসা একজন কৃষকের ছেলে। রাহুল ও সোনিয়া গান্ধীকে খুশি করার জন্যই এসব করা হচ্ছে। তারা হজম করতে পারছেন না যে আদিবাসী ও ওবিসিরা শুধু একটি পরিবারের বদলে সাংবিধানিক পদে অধিষ্ঠিত। এটা কংগ্রেসের সংকীর্ণ মানসিকতার ফল।"