নিজস্ব সংবাদদাতাঃ 'ক্যাশ ফর কোয়েরি' মামলায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে সিবিআই প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে খবর। এদিকে এই প্রসঙ্গে এবার বড় দাবি করলেন বিজেপি সাংসদ রমেশ বিধুড়ি (Ramesh Bidhuri)। তিনি বলেন, "প্রথমত, তাঁকে লোকসভার প্রতিটি সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া উচিত। এটি নতুন ঘটনা নয়, এর আগেও কিছু সাংসদ ছিলেন যারা প্রশ্ন করার জন্য টাকা নিয়েছিলেন। সেইসময় তাদের সদস্যপদ কেড়ে নেওয়া হয়েছিল। সুতরাং মহুয়ার জন্য আলাদা কোনও আইন হবে না। সিবিআইয়ের উচিত লেনদেন এবং মহুয়ার পাওয়া উপহার সম্পর্কে তদন্ত করা।“