মমতা-রাহুল-নীতীশকে সরিয়ে দেওয়া ভুল! মুখ খুলল BJP

আজ ইন্ডিয়া জোটের তৈরি করা সমন্বয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। এই নিয়ে বিজেপির বিরোধী ইন্ডিয়া জোটের বেশ কিছু ভুল তুলে ধরলেন বিজেপি সাংসদ।

author-image
Anusmita Bhattacharya
New Update
Indian-Alliance-INDIA-1

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠক নিয়ে রাজ্যসভার সাংসদ ও বিজেপি নেতা সুশীল মোদি তাদের করলেন আক্রমণ। সেই সঙ্গে জানিয়ে দিলেন জোটের কিছু ভুল সিদ্ধান্তের কথা। "তারা যে সমন্বয় কমিটি করেছে তা খুবই দুর্বল। এতে নীতীশ কুমার, রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি থাকা উচিত ছিল। সব দলের সিনিয়র নেতারা তৈরি করেছেন। এই ব্যক্তিদের কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। লালন সিং পরে নীতীশ কুমারকে জিজ্ঞাসা করবেন, অভিষেক ব্যানার্জি আসছেন না? সিপিআই (এম) এখনও মনোনয়ন জমা দেয়নি। শুধু শরদ পাওয়ার, হেমন্ত সোরেন এবং এমকে স্ট্যালিন আছেন। শরদ পাওয়ার থাকলে নীতীশ কুমার কেন নয়? আসন ভাগাভাগির বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিতে পারে? আসন ভাগাভাগি নিয়ে রাজ্যের মধ্যে আলোচনা হয়, এই ধরনের বৈঠকে নয়। তারা সর্বোচ্চ যা করতে পারে তা হল কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেমন সমাবেশ। তারা প্রধানমন্ত্রী পদ নিয়েও লড়াই করবে।  নীতীশ কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে। নীতীশ কুমার অস্বীকার করছেন কিন্তু তিনি একদিনের জন্যও প্রধানমন্ত্রী হতে মরিয়া। তারা একে অপরকে মেনে নিতেও প্রস্তুত নয়। অরবিন্দ কেজরিওয়াল হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই প্রধানমন্ত্রী হতে চান'।

rectify impact.jpg

 

#WATCH | On INDIA Coordination Committee meeting, Rajya Sabha MP and BJP leader Sushil Modi says, "The coordination committee they have made is very weak. There should have been Nitish Kumar, Rahul Gandhi, and Mamata Banerjee in it. Senior leaders of all parties make the… pic.twitter.com/ysZtk4c9Zk

— ANI (@ANI) September 13, 2023

>