ভোটার তালিকায় নেই আদিবাসীদের নাম! প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ২০০০ সালে আদিবাসী জনসংখ্যা ছিল ৩৬ শতাংশ, তাহলে আজ তা ২৬ শতাংশ হয়ে গেল কীভাবে?

author-image
Probha Rani Das
New Update
nishikantss.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, “২০০০ সালে আদিবাসী জনসংখ্যা ছিল ৩৬ শতাংশ, তাহলে আজ তা ২৬ শতাংশ হয়ে গেল কীভাবে? লোকে বলে আদমশুমারি হয়নি, কিন্তু ভোটার তালিকা তৈরি করা হয়েছে, তাদের নাম সেই তালিকায় নেই।

jmm nishikant.jpg

দ্বিতীয়ত, এটা শুধু মেয়েদের বিয়ের ব্যাপার নয়, আমি বললাম যে ১০০ জনেরও বেশি 'মুখিয়া' আছেন যাদের স্বামী মুসলমান, যারা আদিবাসী কোটার মুখিয়া, সুতরাং তাদের কী হচ্ছে, তাদের ঔরসে জন্ম নেয়া সন্তানরাই মুসলমান হয়ে যাচ্ছে। সাঁওতাল পরগনা প্রজাস্বত্ব আইনে বলা আছে, আদিবাসীদের জমি তাদের কাছেই থাকবে, তা কেনা-বেচা যাবে না, তাই এই আইনও লঙ্ঘিত হচ্ছে।

ঝাড়খণ্ড সরকার কিছুই করছে না, কিন্তু তা ছাড়া পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ডে বসতি স্থাপনের বড় খেলা খেলছে। গোটা কিষাণগঞ্জ, কাটিহার, আরারিয়া, মালদহ, মুর্শিদাবাদের অবস্থার অবনতি হয়েছে। আদিবাসীদের অবস্থা এমন হবে যে, জানা যাবে কোনো উপজাতি বিলুপ্ত হয়ে গেলে তা আদিবাসী।” 

Adddd