নিজস্ব সংবাদদাতাঃ মহুয়া-নিশিকান্তের বাগযুদ্ধ যেন থামতেই চাইছে না। আজ রবিবার ফের একবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘আমি মহুয়াজির (Mahua Moitra) অনেক সাক্ষাৎকার দেখেছি এবং পড়েছি। আইটি অ্যাক্ট ২০-এর বিধি ৪৩ অনুযায়ী, সিস্টেমের মালিকের অনুমতি নিয়ে কম্পিউটার, ডেটা, সিস্টেমে সচিব বা তার কর্মচারীদের সিস্টেম বা পাসওয়ার্ডের তথ্য দিতে পারবেন। এখানকার সিস্টেমের মালিক লোকসভার স্পিকার। কাউকে কেন জিজ্ঞেস করলেন না, জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা ছাড়াও দুর্নীতির দায়ে ৩ বছরের জেল হয়। তথ্যের জন্য বলা যায়, এই সম্পত্তি সংসদের, আমরা যদি সংসদ সদস্য না হই, তাহলে তা জমা দিতে হবে।‘