বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি- রাতের বড় খবর

কি বললেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি?

author-image
Aniket
New Update
manoj tiwari edit .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি এবার বড় বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, "আজকাল অতীশির কথা কেউ শোনে না, সে অরবিন্দ কেজরিওয়ালের পুতুল মাত্র, সে তাকে রিমোট হিসেবে ব্যবহার করছে। ১০ বছর ক্ষমতায় ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, কত মন্দির বানালেন? আমরাই মন্দির বানাই। অরবিন্দ কেজরিওয়াল এবং তার দলের সাথে যদি সামান্য নৈতিকতা অবশিষ্ট থাকে। আপনি এখন পর্যন্ত মৌলভীদের কত টাকা দিয়েছেন তা গণনা করুন এবং পূজারিদেরকে এতটুকু পরিশোধ করুন। তাহলে আমরা তোমার পাশে থাকব।"