নিজস্ব সংবাদদাতাঃ জরুরি অবস্থার ৫০ বছর পূর্তিতে এনডিএ-র প্রতিবাদ প্রসঙ্গে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বলেন, "যাঁরা সংবিধানের পক্ষে সবচেয়ে বেশি কথা বলেন, তাঁদেরও দায়িত্ব নেওয়া উচিত। তারা তাদের বাবা-দাদির নামে ভোট সংগ্রহ করছে, তাই তাদের কৃতকর্মের দায়ভার তারা নেবে? কীভাবে গণতন্ত্রের গলা টিপে ধরা হয়েছিল, তার ট্র্যাক রেকর্ড ওদের নিজেদের দেখা উচিত।