নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রিসভা 'ওয়ান নেশন ওয়ান ইলেকশন' বিল অনুমোদন করেছে। এই নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
নেত্রী বলেছেন, "এক দেশ এক নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতি 6 মাসে নির্বাচন পরিচালনা করার জন্য সরকারী কোষাগারে প্রচুর খরচ হয়... সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানুষকে বারবার ভোট দিতে বলা। প্রতি বছর ভোটার হার কমছে। এটাই সময়ের প্রয়োজন এবং সবাই এর পক্ষে"।