ডুবন্ত নৌকার যাত্রী কেউ হতে চান না! কার কথা বললেন বিজেপি সাংসদ

বিজেপি সাংসদ বলেন, চোরদের নিয়ে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। ডুবন্ত নৌকার যাত্রী কেউ হতে চান না। সেই কারণেই নীতীশ কুমার ফের একবার বিজেপির হাত ধরেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
jagannath.jpg

নিজস্ব সংবাদদাতা : বিহারের রাজনৈতিক জটিলতা ক্রমেই বাড়ছে। রবিবার নীতীশ কুমার ফের বিজেপির হাত ধরতে চলেছেন বলে সূত্রের খবর। এই প্রসঙ্গে বাংলায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এএনএম নিউজকে বলেন, "ডুবন্ত নৌকার যাত্রী কেউ হতে চায় না। পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফলে সবাই বুঝে গেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে জনতা এসে দাঁড়িয়েছেন। চোরদের নিয়ে একটা মঞ্চ তৈরি হয়েছিল। সেখানে বেশ কয়েকজন ঘোষিত চোর রয়েছেন। চোরদের নিয়ে কখনও ভালো কাজ সম্ভব নয়। অতীতে তিনি বিজেপির সঙ্গে কাজ করেছেন। সেই কারণেই তিনি ফের একবার বিজেপির হাত ধরছেন।"