৮১ থেকে ১৮১! ২৪-এর আগে জানিয়ে দিলেন বিজেপি সাংসদ

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে মোদী সরকারের মাস্টার স্ট্রোক। মহিলা সংরক্ষণ বিল নিয়ে নতুন করে উন্মাদনা শুরু। মহিলা সাংসদদের সংখ্যা বাড়বে অনেকটাই! আশাবাদী সাংসদ।

author-image
Pallabi Sanyal
New Update
dsfd

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা : ২০২৪ এ লোসকভা নির্বাচন। এদিকে মহিলা সংরক্ষণ বিল নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিলটি পাশ হলে মহিলা সাংসদদের সংখ্যা ৮১ থেকে বেড়ে ১৮১ হবে বলে জানালেন বিজেপির তারকা সাংসদ হেমা মালিনী। তিনি জানান, ''১৯ সেপ্টেম্বর দিনটি ঐতহাসিক। তুন সংসদে প্রথম বিল- মহিলা সংরক্ষণ বিল পেশের পর তা পাশের অপেক্ষা। বিল পাশ হলে মহিলা সাংসদদের সংখ্যা ১৮১-র কাছাকাছি হবে। মহিলাদের প্রতিনিধিত্ব বাড়বে। মহিলারা ভালো কাজ করছেন। তাদের এগিয়ে আসা উচিত।''