দিল্লির মানুষ এখন বিজেপির মুখ্যমন্ত্রী চায়! হয়ে ঘোষণা

বিজেপি সাংসদ হর্ষ মালহোত্রা বলেছেন,দিল্লির মানুষ এখন বিজেপির মুখ্যমন্ত্রী চায়।

author-image
Tamalika Chakraborty
New Update
bjp mp mm


নিজস্ব সংবাদদাতা: বিজেপি সাংসদ হর্ষ মালহোত্রা বলেছেন, "এবার দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে অপসারণ করতে বদ্ধপরিকর। গত ১০ বছরে তারা (আপ সরকার) 'ঝুট এবং লুট' ছাড়া কিছুই করেনি। কোনও সেক্টর বাকি নেই যেখানে তারা দুর্নীতি করেনি। মানুষ এবার দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী চায়।"