কংগ্রেস সাংসদের বেঞ্চের নীচে থেকে উদ্ধার হওয়া টাকা কার! সামনে এল চঞ্চল্যরকর তথ্য

কংগ্রেস সাংসদের বেঞ্চের নীচে থেকে উদ্ধার হওয়া টাকা কার! বড় প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ।

author-image
Tamalika Chakraborty
New Update
11bjp mp

নিজস্ব সংবাদদাতা:  আরএস চেয়ারম্যানের বিবৃতি 'অভিষেক মনু সিংভির বেঞ্চ থেকে উদ্ধার করা  অর্থের' প্রসঙ্গে বিজেপি সাংসদ ডাঃ সুধাংশু ত্রিবেদী বলেছেন, "কংগ্রেস নেতাদের এত টাকা আছে যে তারা হিসাব নিতেও বিরক্ত হন না। সংসদের বেঞ্চের নীচে যে টাকা উদ্ধার হয়েছে, তা কেউ দাবি করেনি, তাই এই টাকার অনেক উৎস নিয়ে সন্দেহ জাগে যে এটা কার টাকা।এই ঘটনার তদন্ত হওয়া উচিত এবং যে কংগ্রেস সব কিছু নিয়ে প্রশ্ন করত, তারা আজ সংসদ থেকে উদ্ধার হওয়া মামলার হিসাব দিতে অস্বীকার করছে।"

abhishek manu