নিজস্ব সংবাদদাতাঃ নীতিশ কুমারকে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ গিরিরাজ সিং বলেন, "নীতিশ কুমার পদত্যাগ করায় তাঁকে ধন্যবাদ জানাই। তাঁর বাধ্যবাধকতা যাই হোক না কেন, দেড় বছরে জঙ্গলরাজ ২-এর মতো পরিস্থিতি তৈরি হলে বিহার হতভম্ব হয়ে পড়েছিল। তেজস্বী যাদব যদি মুখ্যমন্ত্রীর আসনে বসতেন, তাহলে কাজটা খুব কঠিন হত। আমি এখন শুধু একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলাম, আমার আশঙ্কা হচ্ছিল, তেজস্বীর 'তাজপোশি'র জন্য লালুপ্রসাদ যাদব যে ধরনের চাপ দিচ্ছিলেন, তাতে বিহারে ফের জঙ্গলরাজ হয়ে যেত। এখন তা থেকে মুক্ত। বিহারে জঙ্গলরাজ হতে দেবে না বিজেপি।"