নিজস্ব সংবাদদাতা: মিলকিপুর উপনির্বাচনে বিজেপি সাংসদ দীনেশ শর্মা বড় বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "সমাজবাদী পার্টি মিল্কিপুরে তাদের সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে চলেছে। আমরা অযোধ্যায় প্রথম দেখলাম যে একজন সাংসদ এত অল্প সময়ে এত অজনপ্রিয় হয়ে উঠেছেন। তাদের দল বর্ণবাদী এবং কমিউনিস্ট, এবং তাদের উন্নয়নের কোনো এজেন্ডা নেই।"