মহাকুম্ভ মেলায় এলাহি আয়োজন... চমকে উঠবেন আপনিও

বিজেপি সাংসদ দিনেশ শর্মা বলেছেন, মহাকুম্ভ মেলায় এলাহি আয়োজন দেখে অবাক বিশ্ব।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
dinesh sharma 1

 নিজস্ব সংবাদদাতা:  সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বক্তব্যের বিষয়ে বিজেপি সাংসদ দিনেশ শর্মা বলেছেন, " তিনি (অখিলেশ যাদব)  মহাকুম্ভ মেলাতে মানুষকে আমন্ত্রণ জানাননি, এটি তাঁর কর্তব্যের অবহেলা ছিল। তার এটি করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি। কারণ  আগের সরকার চায়নি মানুষ আসুক, কিন্তু কুম্ভ হাজার বছরের পুরনো মেলা।  আগেও এই মেলায় প্রচুর মানুষ আসতেন। এখন কুম্ভে নতুন নতুন আয়োজন দেখে বিস্মিত গোটা বিশ্ব। সরকার এত বড় আয়োজন করেছে যে রেকর্ড ভেঙেছে। আমি বলব সরকার প্রশংসার দাবিদার।"

dinesh sharma