হরিয়ানা ও মহারাষ্ট্রে হারর শোক ভুলতে পারছেন না! ধনখড়ের প্রতি অনাস্থা নিয়ে বিস্ফোরক বিজেপি সাংসদ

বিরোধীদের তীব্র কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, হরিয়ানা ও মহারাষ্ট্রের হারের শোক ভুলতে পারছেন না।

author-image
Tamalika Chakraborty
New Update
ravi kishan (1).jpg

নিজস্ব সংবাদদাতা:  রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে বিজেপি সাংসদ রবি কিষাণ বলেছেন, .এটি হরিয়ানা এবং মহারাষ্ট্রে ঐতিহাসিক পরাজয়ের বেদনা।" শিবসেনার (ইউবিটি)  সাংসদ সঞ্জয় রাউতের বিবৃতি প্রসঙ্গে তিনি বলেছেন, "সঞ্জয় রাউত ভেবেছিলেন যে তিনি মহারাষ্ট্রে জিতছেন কিন্তু জনসাধারণ কেবল প্রধানমন্ত্রী মোদিকে চায়।"

বুধবার রাজ্যসভার বিরোধী সাংসদরা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসেন। 

 

 

ravi kishanq1.jpg