নিজস্ব সংবাদদাতা: চলতি বছর হোলি ও জুম্মা একই দিনে পড়েছে। এই নিয়ে ইতিমধ্যে একাধিক বিতর্কিত মন্তব্য উঠতে শুরু করেছে। বিজেপি সাংসদ বিজেপি সাংসদ রবি কিষাণ বলেছেন, "দেশে এটিই প্রথম হোলি উদযাপিত হচ্ছে না। আসন্ন বিহার নির্বাচনের জন্য এটি একটি নাটক কারণ জনগণ (বিরোধী দল) আতঙ্কিত কারণ নীতিশ কুমার আবার ক্ষমতায় আসছেন।"
/anm-bengali/media/media_files/lo51UkjINq3JW1IWLJHc.jpg)