নিজস্ব সংবাদদাতা: লেক্স ফ্রিডম্যানের পডকাস্টের অনুষ্ঠানে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ বাঁসুরী স্বরাজ বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন ১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্ক্ষা, সংকল্প এবং স্বপ্নের মানবিক প্রতিফলন। সেই কারণেই ভারতের জনগণ তাঁকে তৃতীয়বারের মতো এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আমি জানি যে তাঁর দক্ষ নেতৃত্বে একটি উন্নত ভারতের সংকল্প অবশ্যই বাস্তবায়িত হবে।"
/anm-bengali/media/media_files/2025/03/16/nUwLpuQCCG1A0FiCTjWn.JPG)