নিজস্ব সংবাদদাতা: সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে শীষমহলের প্রসঙ্গ টেনে আনেন। এই প্রসঙ্গে বিজেপি সাংসদ হর্ষ মালহোত্রা বলেছেন, "একদিকে ১৩ কোটি শৌচাগার তৈরি হয়েছে, সরকার ১২-১৩ কোটি বাড়ি তৈরি করেছে। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে তিনি সরকারি বাসভবন নেবেন না বরং ৪টি বাংলোকে একীভূত করে নিজের জন্য একটি 'শীষমহল' তৈরি করেছেন এবং এর রক্ষণাবেক্ষণের জন্য ৫০-৫২ কোটি টাকা ব্যয় করেছেন। এটি বিজেপি এবং আপের মানসিকতার মধ্যে পার্থক্য দেখায়।"