নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের অনুপ্রবেশকারীদের সংখ্যা ভারতে হু হু করে বাড়ছে। এই বিষয়ে তৃণমূলকে দায়ী করল কেন্দ্র সরকার। ওড়িশায় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলেন, "দেশের সামনে তৃণমূল কংগ্রেসের মুখোশ খুলে গিয়েছে। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ না করার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে বেড়া তৈরির জন্য জমি চেয়ে আসছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত ৮ বছর ধরে জমির ভাগ দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে কেন তিনি ভারতের স্বার্থে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের থামাতে জমি দিচ্ছেন না? সর্বোপরি, প্রশ্ন উঠছে যে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) দেশের সাথে আছেন নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাথে আছেন। তাকে উত্তর দিতে হবে।"
/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)