নিজস্ব সংবাদদাতা: রবিবার রাজস্থানের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পায়। গেরুয়া ঝড়ে কার্যত কংগ্রেস উড়ে যায়। এরপরেই সোমবার রাতে বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী কালীচরণ সরফ এবং দলের বিধায়করা রাজস্থানের জয়পুরে বসুন্ধরা রাজে সিন্ধিয়ার বাসভবনে পৌঁছান। প্রাক্তন মন্ত্রী কালীচরণ সরফ বলেন, "কে মুখ্যমন্ত্রী হবেন তা দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। বসুন্ধরা রাজে আমাদের নেত্রী। কিন্তু এই বিষয়ে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।"