নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী অরবিন্দ কেজরিওয়ালের রেসিডেন্স ৬ ফ্ল্যাগস্টাফ বাংলোতে, রেনোভেশন আর লাক্সারি আপগ্রেডেশনের জন্য কত টাকা খরচ হয়েছে, তা জানার জন্য পূর্ণাঙ্গ তদন্তের আদেশ দেয়। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই অরবিন্দ কেজরিওয়ালকে আরও চাপে ফেললেন দিল্লীর মালব্য নগরের বিজেপি বিধায়ক সতীশ উপাধ্যায়।এইদিন তিনি বলেন যে '' আমি এই তদন্তকে স্বাগত জানাচ্ছি, জনগণের কাছে সমস্ত কিছুর স্বচ্ছ হিসাব থাকা উচিত। '' বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে যথেষ্ট চাপে পড়েছেন অরবিন্দ কেজরিওয়াল।