নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্য ক্যাবিনেটের বৈঠক ডেকেছেন ৪ ডিসেম্বর। তেলেঙ্গানায় বিধানসভার ভোট গণনার একদিন পর ক্যাবিনেট বৈঠক নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপি বিধায়ক এবং গোসামাহা থেকে বিজেপি প্রার্থী টি রাজা সিং। তিনি বলেন, 'মনে হচ্ছে মুখ্যমন্ত্রী এখনও তন্দ্রাচ্ছন্ন। তিনি এখনও মনে করছেন যে তাঁর সরকার ক্ষমতায় আসবে এবং ৪ তারিখ তিনি ক্যাবিনেট বৈঠক করবেন। তিনি স্বপ্ন দেখছেন। স্বপ্ন থেকে জেগে ওঠা উচিত। তিনি শেষ, তেলেঙ্গানায় তাঁর সরকার ক্ষমতায় আসবে না। হয় বিজেপি, না হলে কংগ্রেস আসবে ক্ষমতায়'।