নিজস্ব সংবাদদাতা: হিন্দুদের মালহার সার্টিফিকেশনযুক্ত দোকান থেকে ঝটকা মাটন কেনা উচিত, মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানের এই বক্তব্য পেশ করেছিলেন। এর প্রসঙ্গ টেনে বিজেপি বিধায়ক সঞ্জয় উপাধ্যায় বলেন, "কে কী খাচ্ছে তা নিয়ে আমার কোনও আপত্তি নেই, তবে যদি কাউকে ভুলভাবে কিছু খাওয়ানো হয়, তাহলে তার আপত্তি জানানো উচিত। হালালের সময় উৎপাদিত রাসায়নিকগুলি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। আমি এই ক্ষেত্রে নীতেশ রানের সমর্থন করি। মুরগি ও খাসির মাংসের দোকানের লাইসেন্স থাকা উচিত"।
/anm-bengali/media/post_attachments/2021/09/Untitled-design-2021-09-22T112652.837-411184.jpg)